উলট-পালট
– এম এ হালিম
স্বাধীনতা এখন-
অস্পষ্ট ভোরের কুয়াশা,
রবি দিচ্ছে উঁকি-
ঢেকে ধরছে ভোরের কুজ্ঝটিকায়
হারিয়ে ফেলছে তাহার স্বাধীনতা।
প্রখর সূর্য এখন কুহেলিকার অধীনতা।
স্বাধীনতা এখন-
খরস্রোতা নদীতে বাঁধের বাঁধা,
মুক্ত পাখি খাঁচায় বাঁধা।
খালবিল সব মুক্তমনা
ঝিঁঝি পোকায় উড়ায় ডানা।
ফেনটা ঘুরছে-
হাওয়া চলছে উল্টোদিকে,
নিচে বসে ফেনটা দেখলাম ফিকে
বাতাস কোথায়?
অচল ফেন–
শুধু অপচয়।
আমিও কেমন জানি
উলট-পালট।
বলছি
স্বাধীনতার সমশব্দ অধীনতা।
(এই প্রবন্ধের মতামত লেখকের নিজস্ব এবং আমাদের নীতিকে প্রতিফলিত করে না।)
Post Views: 1,123