কিভাবে যাবেনঃ
ঢাকা টু খৈয়াছড়া ঝর্ণা
ঢাকা থেকে চট্টগ্রামগামী বাস আপনাকে মিরসরাইয়ের বাজারের একটু আগে নামিয়ে দিতে বললে নামিয়া দিবে । ঢাকা থেকে চট্টগ্রামগামী বাস যেমন সৌদিয়া, এনা অথবা শ্যামলী করে আসা যাবে। ভাড়া ২৭০-৩৮০ টাকার মধ্যে হবে । সিডিএম অথবা BRTC এর কিছু গাড়ী পেতে পারেন, তাতে কিছু খরচ কম পড়বে।
গুগল ম্যাপে সায়েদাবাদ থেকে খৈয়াছড়া ঝর্ণার রোডের মাথা পর্যন্ত লোকেশন দেয়া আছে।
চট্টগ্রাম টু খৈয়াছড়া
চট্টগ্রাম থেকে কুমিল্লা অথবা ঢাকাগামী যেকোনো বাসে উঠলেই আপনাকে খৈয়াছড়া ঝর্ণার রোডের মাথা অথবা বড়তাকিয়া বাজার নামিয়ে দিবে। চট্টগ্রামের একে. খান থেকে তিশা প্লাস অথবা সৌদিয়া করে কুমিল্লাগামী বাসে উঠে পড়বেন আর মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার নামিয়ে দিতে বললে নামিয়ে দিবে। ভাড়া সৌদিয়াতে ১৫০ নিতে পারে , আর তিশা প্লাস এ ১০০ টাকা নিবে। আরো সিডিএম, চয়েস এর কিছু গাড়ি রয়েছে সেগুলো করে আসতে পারেন, ভাড়া ৮০-১০০ এর মধ্যে হয়ে যাবে। চট্টগ্রাম থেকে দেড় ঘন্টার মত সময় লাগবে বড়তাকিয়া বাজার পৌঁছাতে। সামান্য হেটে খৈয়াছড়া ঝর্ণার রোডের মাথায় যেতে পারবেন। এর পর রাস্তা পার হয়ে কিছু CNG দেখতে পাবেন সেগুলো করে খৈয়াছড়া ট্রেইল এর আগে পর্যন্ত যেতে পারবেন। ভাড়া ১৫-২০ নিতে পারে জনপ্রতি (২০১৮)।
গুগুল ম্যাপে একে খান থেকে খৈয়াছড়া ঝর্ণার রোডের মাথা বাজার পর্যন্ত লোকেশন দেয়া আছে।
লিখেছেন,
ইসমাইল আহমেদ ফরহাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়