ফুলের জন্য বিপ্লব
Ahsanul Kabir Dollar
জ্বর নিয়ে আকাশ কে দেখতে বলেছে তোমাকে?
দিগন্তের সাথে আকাশের বিয়ের জন্য,
কখনই উল্কাপাত হয় না।
উল্কাপাতের আলোর ঝলকানি,
এ কিছু না,
মনে করো কারো জন্য
ভালবাসার আলো জ্বলছে তোমার চোখে।
কি এক বিপ্লব নিয়েই কাটালে জীবনটা।
অথবা জীবনটাই একটা বিপ্লব,
বা জীবনের জন্যই বিপ্লব।
ভাত রানতে গিয়ে ঠিকমত চাল না ফুটলে,
বিপ্লব হয় না,
বিছানায় ফুল না ঝরলে বিপ্লব হয় না।
বিপ্লব এলে,
ঠোঁটে ঠোঁটে কথাগুলো ভিজে যায়,
অনুচ্চারিত শব্দগুলো মাদলের তাল পায়,
ছায়াগুলো কায়া হয়
দূরগুলো কাছে যায়
সেতারের সুরগুলো আঙ্গুলে আঙ্গুলে নেচে যায়।
বিপ্লব আসলে,
নদীতে ডাকবে বান,
শব্দের মাঝে কলকল করবে প্রেম,
আকাশ বাতাস ছাপিয়ে দিগন্তগুলো করবে কানাকানি,
ভিরানো শেষ হবে
তোমার কূলে আমার তরীখানি ।
Post Views: 1,316