বাংলাদেশ সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বাংলাদেশের সাংবিধানিক নাম হলো-
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ?
উত্তর: সংসদীয় সারকার পদ্ধতি
- বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি?
উত্তর: The People’s Republic of Bangladesh
- বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
উত্তর: সুপ্রীম কোর্ট
- বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান - বাংলাদেশ গণপরিষদ সংসদ নেতা কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তর : ২৩ মার্চ, ১৯৭২। - বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে গণপরিষদে উত্থাপিত হয়?
উত্তর : ১২ অক্টোবর, ১৯৭২। - গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উত্তর : ০৪ নভেম্বর,১৯৭২। - কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর/প্রবর্তিত/বলবৎ হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২। - বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭২। - সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উত্তর : ৩৪ জন। - সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উত্তর : ডঃ কামাল হোসেন। - সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উত্তর : বেগম রাজিয়া বানু। - গণপরিষদের প্রথম স্পিকার কে?
উত্তর : শাহ আব্দুল হামিদ। - গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উত্তর : মোহাম্মদ উল্ল্যাহ। - কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উত্তর : বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। - বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারত। - বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তর : আমেরিকা। - বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
উত্তর: ২ টি
- বাংলাদেশের সংবিধানের মূলনীথি কয়টি?
উত্তর: ৪ টি
- বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উত্তর: আবদুর রউফ
- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর: ৩ নং অনুচ্ছেদে
- সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
উত্তর: ৬(২) নং অনুচ্ছেদে - ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
উত্তর: ৭(১) নং অনুচ্ছেদে
- সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্চয়তা দেয়া আছে?
উত্তর : ১১ অনুচ্ছেদ - সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উত্তর : ১৪ নং অনুচ্ছেদ - বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ‘শিক্ষার অধিকার’ নিশ্চিত করা হয়েছে?
উত্তর : ১৭ নং অনুচ্ছেদ - বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে — চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য”। শূন্যস্থানটি পূরণ কর।
উত্তর : জনগনের সেবা করিবার - সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উত্তর : ২২ অনুচ্ছেদ - বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া আছে?
উত্তর: তৃতীয় ভাগে
- বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
উত্তর: ২২ টি
- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে ‘আইনের চোখে সব নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারি’?
উত্তর: ২৭ নং অনুচ্ছেদে
- কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে?
উত্তর: ২৮(২) নং অনুচ্ছেদে - কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
উত্তর: ২৮(৪) নং অনুচ্ছেদে - চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ৩৬ নং অনুচ্ছেদ
- চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ৩৯ (১) অনুচ্ছেদে
- বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তর: ৩৯(২) ক অনুচ্ছেদে
- সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তর : ৩৯ (২) খ অনুচ্ছেদে - মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার বিধি দেওয়া আছে?
উত্তর: ৪৪ নং
- রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?
উত্তর: ৪৮(৩) ধারা
- সংবিধানের কত অনুচ্ছেদ ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে?
উত্তর : ৭৭ নং অনুচ্ছেদে - সংবিধানের পঞ্চম ভাগে আইন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে উল্লেখ আছে?
উত্তর : ২য় পরিচ্ছদে
- ‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর : ৮১ (১) অনুচ্ছেদে - বেসরকারি বিল কাকে বলে?
উত্তর: সংসদ সদস্যদের উত্থাপিত বিল
- সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
উত্তর : ৯৩ (১) - আইনের সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর: ১০৭ অনুচ্ছেদে
- সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর: ১১৮ নং অনুচ্ছেদে
- ভোটার তালিকার বিধান বর্ণিত আছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ১২১ নং অনুচ্ছেদে
- বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
উত্তর : ১৩৭ নং অনুচ্ছেদ
- সুপ্রীম কোর্টের বিচারপতির সর্বোচ্চসীমা বয়স কত?
উত্তর: ৬৭ বছর - বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
উত্তর : জাতীয় সংসদ - প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপউত্তরমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
- সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দান করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
- সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উত্তর: ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ - প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
- নির্বাচন কমিশনারদের মেয়াদকাল-
উত্তর: ৫ বছর
- এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি - বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উত্তর : ৩৫ বছর। - বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তর : ২৫ বছর - কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উত্তরঃ রাষ্ট্রপতি। - জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
উত্তর : রাষ্ট্রপতি। - স্পিকারের অনুমতি ছাড়া একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উত্তর : ৯০ কার্যদিবস। - সংসদ অধিবেশন শেষ হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক?
উত্তর : ৯০ দিন
- সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উত্তর : ৬০ জন। - সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উত্তর : ৬০ দিন। - সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়?
উত্তর : এক-দশমাংশ - বাংলাদেশে আইন প্রণয়ন করে কে?
উত্তর : জাতীয় সংসদ
- জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?
উত্তর : ৫০%+১
- বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর : জাতীয় সংসদ
- ‘সংসদের বিশেষ অধিকার কমিটি’ কোন ধরণের কমিটি?
উত্তর : সাংবিধানিক স্থায়ী কমিটি
- আইনসভার সভাপতি কে?
উত্তর : স্পিকার
- স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উত্তর : ২৫ বছর
- বাংলাদেশের মন্ত্রীপরিষদ কার কাছে দায়ী?
উত্তর: জাতীয় সংসদের কাছে
- জাতীয় সংসদের ‘কাস্টিং ভোট’ কি?
উত্তর : স্পিকারের ভোট
- জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
উত্তর : ৫০ টি
- বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
উত্তর: ১৮ বছর
- কোন সংশোধনীর মাধ্যমে ‘বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা’ পুনঃপ্রবর্তিত হয়?
উত্তর: দ্বাদশ
- সংবিধানে দ্বাদশ সংশোধনী গৃহীত হয়?
উত্তর: ১৯৯১ সালে
- গনপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর: ১৯ আগস্ট, ২০০৮
- সংবিধানে কয়টি তফসিল আছে?
উত্তর: ৭ টি