১/ বাংলার বাঘ – শেরে বাংলা ফজলুল হক।
২/ ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো।
৩/ দেশ বন্ধু – চিত্তরঞ্জন দাস।
৪/ শিল্পাচার্য – জয়নুল আবেদিন।
৫/ পন্ডিতজী – চাচা জওহরলাল নেহেরু।
৬/ মাস্টার দা – সূর্যসেন।
৭/ নাইটিংগেল অব ইন্ডিয়া – সরোজিনী নাইডু।
৮/ সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান।
৯/ আতাতুর্ক – কামাল পাশা।
১০/ ফুয়েরার – এডলফ হিটলার।
১১/ আরবের নাইটিংগেল – উম্মে কুলসুম।
১২/ উন্মাদ সন্নাসী – রাসপুটিন।
১৩/ লেডি উইথ দি ল্যাম্প – ফ্লোরেন্স নাইটিংগেল।
১৪/ কুমারী রাণী – রাণী প্রথম এলিজাবেথ।
১৫/ জিবিএস – জর্জ বার্নাড’শ।
১৬/ লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি –নেপোলিয়ন বোনাপার্ট।
১৭/ ব্লাইন্ড বার্ড – হোমার।
১৮/ সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা।
১৯/ গ্রে উলফ – কামাল আতাতুর্ক।
২০/ চে আর্নেসেটা – চে গুয়েভারা।
২১/ বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার।
২২/ লৌহ মানবী – মার্গারেট থ্যাচার।
২৩/ মহীশূরের বাঘ – টিপু সুলতান।