- WTO এর বর্তমান মহাপরিচালক – গোজী ওকোনজো উইয়েলা, নাইজেরিয়া।
- NDB (New Development Bank) এর বর্তমান প্রেসিডেন্ট – মারকোস প্রাডো ট্রয়জো, ব্রাজিল।
- G-7 এর বর্তমান চেয়ারম্যান – বরিস জনসন, ইংল্যান্ড।
- OIC এর বর্তমান মহাসচিব – হুসেইন ইব্রাহিম তাহা।
- UNO বা জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি – ভোলকান বোজকার, তুরস্ক।
- UNO এর বর্তমান মহাসচিব – অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগাল।
- UNO এর বর্তমান উপ মহাসচিব – আমিনা মোহাম্মদ, নাইজেরিয়া।
- জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি – রাবাব ফাতিমা।
- BIMSTEC এর বর্তমান মহাসচিব – তেনজিন লেকফেল, ভুটান।
- ECOSOC এর বর্তমান প্রেসিডেন্ট – মুনির আকরাম, পাকিস্তান।
- SAARC এর বর্তমান মহাসচিব – এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা।
- APEC এর বর্তমান নির্বাহি প্রধান – ড. রেবেকা ফাতিমা স্টু মারিয়া, মালয়েশিয়া।
- ASEAN এর বর্তমান মহাসচিব – দাতো লিমজক হোয়ে, ব্রুনাই।
- D-8 এর বর্তমান মহাসচিব – দাতো কু জাফর কু শারি, মালয়েশিয়া।
- WB এর বর্তমান প্রেসিডেন্ট – ড্যাভিড ম্যালপাস, USA.
- IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক – ক্রিস্টিনা জর্জিয়েভা, বুলগেরিয়া ।
সংগ্রহে- নেছার বাধঁন
Post Views: 1,854