“মাটির পুতুল”
– সাবরীন পাটোয়ারী
আমরা তো ভাই মাটির পুতুল ।
শক্তি পেয়েছি তাই,
নিত্যদিনে কত রংয়ে ছুটে চলতে চাই,
সৃষ্টি মোরা মাঝে মধ্যে সেটাই ভুলে যাই।
আত্মা বন্দী, দেহ আঁকড়ে,
কাটবে সুঁতো যখন
সেই কষ্টের প্রলেপটা বেচেঁ থাকতেই ভাবুন,
কত তেজী, শক্ত কথা সবই তখন বন্ধ,
পাপ-পূণ্যের হিসেবেটাতে তুমি একাই বন্দী।
জীবন্ত পুতুলে বাহক শক্তি,
প্রাণপণে মনুষ্যত্ব সাজাবার চেষ্টাটা করি।
লিখেছেন,
সাবরীন পাটোয়ারী
বিশেষ দ্রষ্টব্যঃ অনুমতি ব্যতিত লেখা আংশিক বা সম্পূর্ণ কপি করা অপরাধ। এই প্রবন্ধের মতামত লেখকের নিজস্ব এবং আমাদের নীতিকে প্রতিফলিত করে না।
Post Views: 1,092