লেখিকা হবার ভূত
– শারমীম শায়লা শান্তা
মাথায় আমার বসেছে চেপে
লেখিকা হবার ভূত।
কাগজ কলম দেখলেই যে,
মন করে খুঁত খুঁত।
ছড়া লিখতে ছন্দ হারাই
গল্পে রয়না মুড-
কবিতা পড়ে কেউ বলে না
সাবাশ ভেরি-গুড।
হন্যে হয়ে তবুও আমি
লিখছি অবিরাম-
পাঠ্য বইয়ে মন বসে না,
ঘুম হয়েছে হারাম।
Post Views: 1,285