হলো না বলা
– Ahsanul Kabir Dollar
বলা হলো না সেই কথা,
বলা হলোই না।
কোন একদিন কালো জলের ঐ পাশে
দীঘল কালো মেঘের মাঝে,
শেকড় ছড়ানো দূতির,
বীজ বপন হল সমাপন,
এপাশের উপবনে।
সময় শেষে হলুদ পাতা
আলপনা আঁকে কালো জলে,
নতুন পাতারা মেলে ডানা,
ফুল ফোটানোর আশায়
সকাল দুপুর বিকেলে,
আলোতে মাখামাখি আবাদ,
অস্থির চাষাবাদ।
হলুদেরা দলবেঁধে ঝরে,
সবুজেরা এলোকেশে নড়ে,
ফুল ফোটে একদিন।
এপারে ফুল
ওপারে ভুল
ছিন্ন সুতার মালা হাতে,
কষ্টের কালো আর্শী
বলাই হলোনা সেই কথা,
ভালবাসি।
Post Views: 1,462