১৯৫২, ভাষার দাবিতে উত্তাল রাজপথ। “রাষ্ট্র ভাষা বাংলা চাই” এমন অসংখ্য স্লোগানে স্লোগানে মুখরিত সারাদেশ। গুলি চলে মিছিলে। শহিদের তাজা রক্তে ভিজে বাংলা পায় মাতৃভাষার সম্মান। পৃথিবীর আর কোনো দেশ এমন বুকের রক্ত ঢেলে ভাষার দাবি আদায় করেনি। সালাম-রফিক- বরকত- শফিউর – জব্বার-নাম না জানা শহিদ-ভাষা আন্দোলন একই সুতোয় গেঁথে থাকা অজস্র আবেগ।
৫২ র ভাষা আন্দোলন ও জানা অজানা অসংখ্য শহিদ, যাদের জন্য এই অমর একুশ তাদের সম্মান জানাতে এবং ভাষার প্রতি সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় ‘ভাষা উৎসব’।
অনুষ্ঠান বর্ণনা
কর্মসূচী –
• ফেইসবুক লাইভ আলোচনা
• ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কিত বই পরিচিতি ও আলোচনা
• ভাষা সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা
• অন্যান্য
রেজিস্ট্রেশন সমাপ্তির তারিখ-
-
- ১ম পর্ব: ১৭ ফেব্রুয়ারি ২০২১
- ২য় পর্ব: ২৫ ফেব্রুয়ারি ২০২১
কুইজ অনুষ্ঠিত হয় :
-
- ১ম পর্ব: ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২১। ( বিষয়: ভাষা আন্দোলনের ইতিহাস)
- ২য় পর্ব: ২৬ ফেব্রুয়ারি ২০২১। (বিষয়: ভাষা ও বাংলা ব্যাকরণ)
ভাষা উৎসবের স্ট্রাটেজিক পার্টনার পরিচিতি:
১। বৃত্ত
২। Artist for Change.
৩। লোকজ সাংস্কৃতি সংগঠন

অংশগ্রহণকারী বর্ণনা:
আয়োজনটিতে মোট অংশগ্রহণকারীদের সংখ্যা ২২০ জন। তাদের মধ্যে
- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা মোট ৭১.৪%,
- কলেজের ১৭.৭%,
- স্কুলের ৯.১%

দেশের সকল বিভাগ থেকে অংশগ্রহণকারীরা অংশ নিয়েছেন।
- চট্টগ্রাম থেকে ৩০.৫%
- ঢাকা থেকে ২১.৪%
- রাজশাহী থেকে ৯.৫%
- খুলনা থেকে ১৪.১%

অংশগ্রহণকারীদের মধ্যে-
- নারী ৫৫.৬%
- পুরুষ ৪৪.৪%

কুইজ–
ভাষা উৎসবের মূল আকর্ষণ এর কুইজ পরীক্ষার আয়োজনটি। মোট ১৩ মিনিটে ১০০ টি প্রশ্নের উত্তর করতে হয়েছে পরীক্ষার্থীদের। ১৮,১৯ ও ২৬ ফেব্রুয়ারি Google form এর মাধ্যমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

ফেসবুক লাইভ–
২৫ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ৭:৩০ এ ফেইসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনার বিষয়- সর্বস্তরে মাতৃভাষা : একুশের চেতনা, সমকালীন বাস্তবতা ও করণীয়।

বিজয়ীদের তালিকা
প্রথম পর্বের বিজয়ী ১০ জন
১ | Md Rezaul Islam | মোঃ রেজাউল ইসলাম | Undergraduate | Khulna |
২ | Md Sabbir | মোঃ সাব্বির | HSC | Gazipur, Dhaka. |
৩ | Imran Bin Rahman | ইমরান বি রহমান | অনার্স | Chittagong |
৪ | নূসরাত জাহান | নূসরাত জাহান | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | চট্টগ্রাম |
৫ | Md Hasibul Basher | মো.হাছিবুল বাসার | অনার্স ২য় বর্ষ | Cumilla |
৬ | Tanjida Islam | তানজিদা ইসলাম | MSc | Chattogram |
৭ | Md. Al- Mehedi Hasan | মোঃ আল- মেহেদী হাসান | Master’s | Santhia, Pabna, Rajshahi |
৮ | Md. Salauddin | মোঃ সালাউদ্দিন | BSc | Ishwardi, Pabna |
৯ | Shamim Mia | শামিম মিয়া | অনার্স শেষ বর্ষ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় |
১০ | Md bulbul hasan | মো বুলবুল হাসান | University student | Rangpur Nilphamari |
২য় পর্বের বিজয়ী ৫ জন
১ | Ayon Datta | অয়ন দত্ত | Ssc 21 |
২ | Afia Ibnath Shimki | আফিয়া ইবনাত শিমকি | Hons. 3rd year |
৩ | halim akondo | হালিম আকন্দ | অনার্স |
৪ | Emon Hasan | ইমন হাসান | University |
৫ | MD ALAUDDIN ARJU | মোঃঃ আলাউদ্দিন আরজু | Rajshahi University |